ঢাকা, বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫

চকরিয়ায় দুর্ঘটনায় নিহত মাইক্রোবাসের ৫ যাত্রী চৌদ্দগ্রামের দুই পরিবারের

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৪, ৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫৪, ৬ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজন কুমিল্লার চৌদ্দগ্রামের দুই পরিবারের। ওই দুই পরিবারের বাড়িতে চলছে শোকের মাতম। 

বুধবার (৫ নভেম্বর) ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের  সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এ সময় মাইক্রোবাসের ৫ মহিলা যাত্রী ঘটনাস্থলে নিহত হন। 

শিশুসহ আহত তিন জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে শিশু সহ দুইজনের অবস্হা আশংকাজনক। 

নিহতরা হচ্ছে- চৌদ্দগ্রাম পৌরসভার চাঁন্দিশ করা গ্রামের এনামুল হক পাটোয়ারীর স্ত্রী ফারজানা আক্তার রুবি (৫২), মেয়ে সাদিয়া আক্তার (২৬), ছেলের বৌ লিজা আক্তার (২৩)। এছাড়া ছেলের শাশুড়ী (ফালগুন করা গ্রামের) রেজওয়ানা আক্তার শিল্পী (৪৮) ও তার মেয়ে তিজা আক্তার (২০)। 

নিহত দুই পরিবারের বাড়িতে শোকের মাতম চলছে। 

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন, চট্টগ্রামমুখী মারসা পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহতদেরকে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুটি গাড়িই জব্দ করেছে। তবে দুর্ঘটনার পরপরই বাস ও মাইক্রোবাসের চালকরা পালিয়ে গেছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি