ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক গণহত্যা প্রতিরোধ দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ৯ ডিসেম্বর ২০১৯

বিশ্বের বিভিন্ন দেশে সংঘটিত হয়েছে গণহত্যা। বিশ্ববাসী এসব গণহত্যা প্রত্যক্ষ করেছে বিভিন্নভাবে। আজ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা প্রতিরোধ দিবস। 

জাতিসংঘে ১৯৪৮ সালের ৯ ডিসেম্বর প্রথমবারের মতো গণহত্যা প্রতিরোধ ও এ সংক্রান্ত শাস্তিবিষয়ক একটি প্রথা গ্রহণ করে। তবে জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস হিসাবে ঘোষণা করে।

জাতিসংঘ দিবসটি ঘোষণার পর থেকেই মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতি বছর দিনটি পালন করে আসছে। 

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গৌরবের ও বিজয়ের মাস ডিসেম্বরের ৯ তারিখে এ দিবসটি পড়ায় বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্যে দিবসটি পালন করবে।

দিবসটির মূল লক্ষ্য হলো গণহত্যা বিষয়ক প্রথাটির ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা এবং গণহত্যায় নিহতদের স্মরণ ও সম্মান করা। দিবসটি জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রকে এ বিষয়ও স্মরণ করিয়ে দেয় যে তাদের নিজ জনগণকে গণহত্যার হাত থেকে বাঁচানোর জন্য দায়িত্ব আছে। গণহত্যার উসকানি বন্ধ করা ও গণহত্যা ঘটলে তা প্রতিরোধ করা এই দায়িত্বের মধ্যে পড়ে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি