আন্দোলনে স্থবির রাজধানী, দুর্ভোগে সাধারণ মানুষ
প্রকাশিত : ১৬:৪৯, ২১ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে রাজধানী ঢাকা সবার জন্য অচল হয়ে পড়েছে। মৎস্য ভবন মোড়ে ইশরাকপন্থি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, যার ফলে রাজধানীজুড়ে যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। বিশেষ করে শাহবাগ এবং মৎস্য ভবন এলাকা থেকে সংলগ্ন সড়কগুলোতে থমকে গেছে যানবাহন। এই অবস্থায় কর্মমুখী সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগ তৈরি হয়েছে।
বুধবার (২১ মে) দুপুরে পল্টন, শাহবাগ, বিজয় সরণিসহ আশেপাশের সড়কগুলোতে এই দৃশ্য দেখা যায়। সকাল ১১টার দিকে শুরু হওয়া অবরোধের পর থেকেই সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। আগে থেকেই মিছিল নিয়ে ইশরাকপন্থি নেতাকর্মীরা মৎস্য ভবন এলাকায় জড়ো হচ্ছিলেন।
স্থানীয় জনগণ জানাচ্ছেন, পল্টন থেকে শাহবাগ ও মৎস্য ভবন-গুলিস্তান সড়কগুলোতে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ গণপরিবহন চালকরা গাড়ি বন্ধ করে বসে আছেন, এবং যাত্রীরা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছেন। গাড়িগুলোর মধ্যে বেশ কিছু পরিবহন যাত্রী নামিয়ে আবার ফিরে যাচ্ছে।
এদিকে, পরিবহন শ্রমিকরা বলছেন, সড়ক অবরোধের কারণে তারা দৈনিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কর্মস্থলে পৌঁছালেও দিনের শেষে তাদের খালি হাতে ফিরতে হচ্ছে, যা তাদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতি। গাড়ির মালিকদের কাছে খরচের টাকা দিতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন।
গুলিস্তান থেকে মিরপুরগামী যাত্রী মবিনুল ইসলাম বলেন, “এক ঘণ্টা ধরে গাড়িতে বসে আছি। গাড়ির চাকা একটুও ঘুরছে না। রাস্তায় এত যানজট যে, হাঁটতে গিয়ে আর গাড়িতে উঠতেও পারছি না। পুরো রাস্তাই বন্ধ।”
শাহবাগ থেকে পল্টনের দিকে পায়ে হেঁটে যাওয়া মো. রশিদ বলেন, “প্রতিদিন এই আন্দোলন আর সড়ক অবরোধে আমাদের জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। অফিসে পৌঁছানো যায় না। যদি প্রতিদিন এভাবে রাস্তা বন্ধ থাকে, তাহলে আমরা কীভাবে আমাদের কাজ করতে পারবো?”
মৎস ভবন মোড়ে আটকে থাকা বাসচালক তানভীর হাসিব বলেন, “কয়েক ঘণ্টা ধরে গাড়ি নিয়ে আটকা আছি। আজকে কিছুই করতে পারলাম না, এখন খালি হাতে ফিরতে হবে।”
রমজান পরিবহনের হেলপার আজিজ মিয়া বলেন, “প্রতিদিন সড়ক বন্ধ করে আন্দোলন হচ্ছে। আমাদের গাড়ি চালাতে দেন, আমরা কোথায় যাবো? এইভাবে আটকে থেকে মালিককে টাকা দিতে পারবো না, আমাদেরও তো পরিবার আছে।”
এসএস//
আরও পড়ুন