ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আপিল বিভাগ পুনর্গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার আপিল বিভাগের রেজিস্ট্রার সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপিল বিভাগের ১ নং বেঞ্চে বসবেন প্রধান বিচারপতিসহ ৪ জন। সাথে থাকবেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা, বিচারপতি মো. নুরুজ্জামান।

আপিল বিভাগের ২ নং কোর্ট বসবে বিচারপতি ইমান আলীর নেতৃত্বে। একই বেঞ্চে বসবেন বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি আবু বকর সিদ্দিকী।

আগামী রোববার থেকে এ দুটি বেঞ্চ বসবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান। তিনি বলেন, মামলা জট কমাতেই আপিল বিভাগের বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি।

এছাড়া মো. নুরুজ্জামান ননীকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত চেম্বার বিচারপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি