ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

আবারও পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা (ভিডিও)

হাসান ফেরদৌস, চট্টগ্রাম থেকে

প্রকাশিত : ২০:৪১, ১০ আগস্ট ২০২২ | আপডেট: ২২:১১, ১০ আগস্ট ২০২২

মাত্র আটমাসের ব্যবধানে আবারও পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা। আবাসিকে ইউনিটপ্রতি ৩৮ শতাংশ ও বাণিজ্যিক সংযোগে ১৬ শতাংশ বাড়ছে একলাফে। নতুন এই দাম কার্যকর হবে সেপ্টেম্বরে। 

চট্টগ্রাম মহানগরীতে আবাসিক গ্রাহক ৭৮ হাজার ৫৪২টি ও বাণিজ্যিক গ্রাহক সাত হাজার ৭৬৭টি। পানির চাহিদা গড়ে দিনে ৪০ থেকে ৪২ কোটি লিটার। পুরোটাই সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা। 

প্রতি হাজার লিটারে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ১৩ টাকা ও বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে ৩১ টাকা ৮২ পয়সা রেখে পানির দাম সর্বশেষ বাড়ানো হয় গেল জানুয়ারিতেই। সেপ্টেম্বর থেকে গুণতে হবে যথাক্রমে ১৮ টাকা ও ৩৭ টাকা। 

চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মাকসুদ আলম বলেন, “ফাইনালি ডমিস্টিক যেটা সেটা ১৩ টাকা থেকে ১৮ টাকা নির্ধারণ করে দিয়েছে। আর যেটা ননডমিস্টিক, গৃহস্থলি কাজের বাইরে যেটা ব্যবহার হয় সেটা ৩১ টাকা থেকে বাড়িয়ে ৩৭ টাকা নির্দিষ্ট করে অনুমোদন দিয়েছে।”

চলমান প্রকল্পগুলোর বিপরীতে নেওয়া প্রায় ১২ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করতে হবে আগামী বছরেই। এই ঋণশোধ ছাড়াও উৎপাদন খরচ বাড়ায় ভর্তুকি কমাতে এবং সক্ষমতা বাড়ানোসহ ভবিষ্যত প্রকল্প বিবেচনায় পানির দাম বাড়ছে, বলছেন কর্মকর্তারা।

ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল্লাহ বলেন, “প্রকল্প করতে আর্থিক সক্ষমতা লাগবে। এই প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা তৈরি করার জন্য যেটা খরচ হবে সে টাকাটা তো আনতে হবে। সরকার কোনো ভর্তুকি দিবে না বলে দিয়েছে। সেক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্য ডমিস্টিক ১৩ টাকা থেকে ১৮ টাকা প্রস্তাব করেছি সরকারের কাছে। সরকার আমাদের প্রস্তাব গ্রহণ করেছে।”

এর আগেও পানির দাম বেড়েছে ২০১৪, ২০১৯ ও ২০২০ সালে। ঋণ ও খরচের টাকা সমন্বয়ে পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে বলে জানান কর্মকর্তারা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি