ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

আমচাষীদের জন্য আর্শীবাদ ফণি (ভিডিও)

প্রকাশিত : ১৪:০৩, ৯ মে ২০১৯ | আপডেট: ১৪:৪২, ৯ মে ২০১৯

তাপদাহের পর ফণির প্রভাবে বৃষ্টি আশির্বাদ হয়েছে রাজশাহীর আমচাষীদের জন্য। বৃষ্টির কারণে আম ঝরে পড়ার হার কমবে,  আকার বাড়াতে সাহায্য করবে। ফলে এ বছরও শতভাগ লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

আমের ফলন নিয়ে প্রতি বছরই বৈরী আবহাওয়ার শঙ্কায় থাকেন চাষী ও বাগান মালিকরা। এবার ঘূর্ণিঝড় ফণির আগমনী বার্তা এই শঙ্কা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিলো তাদের।

রাজশাহীসহ উত্তরাঞ্চলে ফণি আঘাত না হানলেও এর প্রভাবে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে। আর এতে তাপদাহ কমে প্রকৃতি আম বেড়ে ওঠার সহায়ক হয়েছে, বলছেন পরিচর্যাকারীরা।

বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি ফিরেছে বাগান মালিকদের মাঝেও।

মৌসুমের শুরু থেকেই পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় গত বছরের তুলনায় এবার আমের বৃদ্ধি বেশি। তবে পোকার আক্রমণ রোধে ব্যাগিং পদ্ধতি অবলম্বনের পরামর্শ দিচ্ছেন গবেষকরা।

এ বছর রাজশাহীতে ১৭ হাজার ৪৬৫ হেক্টর জমিতে ২ লাখ ১৩ হাজার ৪২৬ মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

 

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি