ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

আমদানি নির্ভরতা কমাতে ২০২৫ সালের মধ্যে ১০ শতাংশ তুলা উৎপাদনের আশা

প্রকাশিত : ১৭:১৭, ২৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:১৭, ২৫ জানুয়ারি ২০১৭

আমদানি নির্ভরতা কমাতে ২০২৫ সালের মধ্যে ১০ শতাংশ তুলা উৎপাদনের আশা করছে বাংলাদেশ কটন ও টেক্সটাইল মিলস এসোসিয়েশন। বিটিএমএ ভবন মিলনায়তনে গ্লোবাল কটন সামিট উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৬ সালে ৬ দশমিক এক মিলিয়ন বেল তুলা আমদানি করা হয়েছে। বক্তারা বলেন, তুলার আন্তর্জাতিক বাজারে নানা ধরনের কারসাজি হয়। এজন্য আমদানিতে নির্দিষ্ট কোনো দেশের ওপর নির্ভর করা ঠিক নয়। ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে তুলা আমদানীর তাগিদ দেন তারা। আগামী ২৭ জানুয়ারি রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে শুরু হবে দুইদিনের গ্লোবাল কটন সামিট।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি