ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

আমরা বীরের জাতি, চোরের জাতি না: সেতুমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ১৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:৩৪, ১৪ অক্টোবর ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি অত্যন্ত স্মৃতিকাতর ও আবেগঘন হয়ে বলতে চাই, এই পদ্মা সেতুর জন্য ২০১২ সালের জুন মাসে বিশ্বব্যাংক আমাদের চোর আখ্যা দিয়েছিল। সে সময়ে ঘন কুয়াশা আর অন্ধকারে অগনিত মানুষের দীর্ঘশ্বাস আমি দেখেছি। কিন্তু সময়ের ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছেন আমরা বীরের জাতি, চোরের জাতি নয়।  

রোববার মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর নামফলক উন্মোচন ও কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ সব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, দেশের অগনিত মানুষ যখন বিশ্বব্যাংকের এ ঘোষণায় চরমভাবে মর্মাহত হয়েছিল, সে দিন বঙ্গবন্ধু কন্যা ঘোষনা করেন, আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করবো। আমরা নিজেদের সক্ষমতা দেখিয়ে দিব। আজ পদ্মা সেতু হয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি, আমরা পারি।

কাদের বলেন, যার সততা, সাহসিকতা আর সক্ষমতায় বাংলাদেশ আজ নতুন উচ্চতায়, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পদ্মা সেতু শেখ হাসিনার একক নেতৃত্বে হয়েছে। সব কর্তৃত ওনার একার। এখানে অন্য কারও নেতৃত্ব নেই।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি