ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

‘আমার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সংগ্রাম করতে হয়েছে’

আজহারুল ইসলাম

প্রকাশিত : ২০:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২২:০১, ১৯ সেপ্টেম্বর ২০২২

শুধুমাত্র আওয়ামী লীগের আমলেই দেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় বলে বিবিসিকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার দীর্ঘ সংগ্রামের কথা। গুম, খুনের অভিযোগের বিষয়ে বিবিসি সাংবাদিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ বিষয়ে অনেকেই অভিযোগ করতে পারেন, কিন্তু তা কতটা সত্য তা বিচার করতে হবে। 

প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়, বিবিসির সাংবাদিক লরা কুনেসবার্গকে দেয়া সাক্ষাৎকারে আগামী সাধারণ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন শুধুমাত্র আওয়ামী লীগ শাসন আমলেই হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "তারা রাজনৈতিক দল গঠন করেছে। তারা কখনো মানুষের কাছে গিয়ে তাদের জন্য ভোট চায়নি। ক্ষমতায় থাকার জন্য তারা সেনাবাহিনী, প্রশাসন ব্যবহার করেছে শুধু।"

তিনি আরও বলেন, "তখন থেকে পরের একুশ বছর পর্যন্ত কোনো না কোনো সময় আমাদের দেশে সামরিক শাসন ছিল।"

গুমের অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সত্যতা বিচার না করে মন্তব্য করা উচিত নয়। 

সাক্ষাৎকারে বঙ্গবন্ধু কন্যা জানান, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার দীর্ঘ সংগ্রামের কথাও।

তিনি বলেন, "আমার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমার সংগ্রাম করতে হয়েছে।" 

প্রধানমন্ত্রী বিবিসিকে বলেন, সামরিক শাসকরা দীর্ঘদিন ধরে দেশ শাসন করেছে এবং তারা দল গঠন করেছে। ভোটের জন্য এরা কখনো জনগণের কাছে যায়নি।

এসময়, রানী দ্বিতীয় এলিজাবেথের সাথে ব্যক্তিগত স্মৃতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি শুধু একজন রানিই ছিলেন না বরং একজন স্নেহময় এবং মাতৃত্বপূর্ণ ব্যক্তিত্বও ছিলেন।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি