ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

‘আমি এখন বিদায় নিতে প্রস্তুত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ৬ অক্টোবর ২০২২ | আপডেট: ২১:৫১, ৬ অক্টোবর ২০২২

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, তিনি দলের দায়িত্ব ছাড়তে প্রস্তুত রয়েছেন। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

লন্ডনে রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়া নিয়ে এই সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। 

সেখানে আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে দলের নেতৃত্বে কোনো চমক কিংবা পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্ন রাখা হয় তার কাছে।  

জবাবে ক্ষমতাসীন দলটির প্রধান শেখ হাসিনা বলেন, “(কাউন্সিলে) একজন কাউন্সিলরও যদি বলে আমাকে চায় না, তাহলে আমি কোনোদিনই থাকব না।” 

তিনি বলেন, “যেদিন থেকে আমাকে আমার অবর্তমানে আওয়ামী লীগের প্রেসিডেন্ট করেছিল, তখন থেকে এই শর্তটা মেনে যাচ্ছি। এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে, আমি চাই নতুন নেতৃত্ব আসুক। নেতৃত্ব সাধারণত কাউন্সলররা ঠিক করে নির্বাচিত করে এবং কান্সিলরদের সিদ্ধান্তই চরম সিদ্ধান্ত। “

টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শেখ হাসিনা বলেন, “আমরা তো আসলে সময় হয়ে গেছে। আমার যেটা লক্ষ্য ছিল- জাতির পিতা দেশকে স্বাধীন করে, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে দিয়ে, বাংলাদেশকে আর্থসামজিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি করে, স্বল্পোন্নত দেশের মর্যাদা অর্জন করে দিয়ে যান। স্বল্পোন্নত দেশের মর্যাদা কিন্তু জাতিসংঘই দিয়েছে। 

“এরপর এই দেশে কি ঘটেছে? হত্যা-ক্যু, ষড়যন্ত্রের রাজনীতি। ক্ষমতা ছিল বন্দিখানায়, গণতন্ত্র ছিল না। তার পরিবর্তে ছিল মাশাল’ল বা মিলিটারি শাসন এবং সেখানে কার্ফ্যু, যাকে কার্ফ্যু গণতন্ত্র বলতে পারি। অনেক চড়াই-উৎরাই পার হয়ে আমরা গণতন্ত্র উদ্ধার করি এবং আমরা একটানা তিনবার, অর্থাৎ ২০০৮ এর নির্বাচন থেকে শুরু করে ২০২২ পর্যন্ত, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এর মাঝে অনেক চড়াই-উৎরাই- খুন-খারাবি, অংগ্নিসংযোগ থেকে শুরু অগ্নি সন্ত্রাস, নানাকিছু ঘটেছে।”

তিনি বলেন, “তারপরও আমরা ক্ষমতায় একটানা ছিলাম বলে আজকে উন্নয়নশীল দেশে উন্নীতি হয়েছি। আমার একটা লক্ষ্য ছিল ২০২০ এ জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, এই সুবর্ণজয়ন্তীতেই কিন্তু আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত।”

এএইচএস
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি