ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আসছে উড়ন্ত ট্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ১৯ আগস্ট ২০১৮ | আপডেট: ১৩:১৫, ১৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

উড়ন্ত বাইক, উড়ন্ত কারের পর এবার আসছে উড়ন্ত ট্রেন। কী শুনে অবাক হলেন? মনে হচ্ছে বিষয়টি কল্পনার মতো কাল্পনিক? আর এ কাল্পনিক সব প্রযুক্তির বাস্তব রূপ দিতে যাচ্ছেন প্রযুক্তিবিদরা।

ফ্রান্সের প্রযুক্তি কোম্পানি আক্কা টেকনোলজি বলছে, তারা এমন এক ধরনের ট্রেন তৈরি করছেন যা প্রয়োজনে উড়াল দিতে পারবে!

আক্কা বলছে, বিমান রানওয়েতে অবতরণের পর সেখানে যাত্রীদের জন্য একটি ট্রেনের বগি চলে আসবে। ট্রেনের ওই বগিতে থাকবে যাত্রীদের বসার আসন। অপর কক্ষে থাকবে প্রাইভেটকার।

যাত্রীরা ট্রেনে ওঠার পরপর সেটি স্বয়ংক্রিয় উপায়ে বিমানের সঙ্গে যুক্ত হবে। যাত্রীর নিজস্ব গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য রেললাইন ধরে ছুটবে এ বিমান ট্রেন।

আক্কার প্রধান নির্বাহী কর্মকর্তা মওরিস রিসসি বলেছেন, বিমানবন্দরে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নিরাপত্তার স্বার্থে সবার চোখের রেটিনা স্ক্যান করা হবে।

উড়ন্ত এই ট্রেনের একটি থ্রিডি ভিডিও প্রকাশ করেছে আক্কু টেকনোলজিস। ভিডিওটি দেখতে ক্লিক করুন:

সূত্র : মেট্রো নিউজ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি