ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ইলা মিত্রের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ১৮ অক্টোবর ২০১৮

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ৯৪তম জন্মদিন আজ। ১৯২৫ সালের ১৮ অক্টোবর তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের ঝিনাইদহে। তার বাবা নগেন্দ্রনাথ সেন ছিলেন অবিভক্ত বাংলার ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনারেল।

কমিউনিস্ট নেত্রী ইলা মিত্রের নেতৃত্বে ১৯৪৬-৪৭ সালে ফসলের দুই-তৃতীয়াংশের ওপর কৃষকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলার ১৯টি জেলায় গড়ে ওঠে তেভাগা আন্দোলন। রাজশাহীর নাচোল অঞ্চলে কৃষকদের সংগঠিত করায় তিনি অবিস্মরণীয় ভূমিকা রাখেন। এ কারণে তিনি পাকিস্তান সরকারের হাতে নির্যাতিত হন। ইলা মিত্র ছিলেন কৃষক, সাঁওতালসহ আদিবাসীদের ‘রানীমা’। ২০০২ সালের ১৩ অক্টোবর কলকাতায় পরলোকগমন করেন তিনি।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি