ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ইলিশ কিনতে মানুষের হুমড়ি খাওয়া ভিড়!

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৬, ৮ অক্টোবর ২০১৯

পটুয়াখালীর বাউফলে ৩ থেকে ৪ শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। আর এই মাছ কিনতে হুমড়ি খেয়ে পড়ছে সাধারণ মানুষ। মঙ্গলবার সন্ধ্যা থেকে উপজেলার কালাইয়া বন্দও, বগীর খাল, নিমদী লঞ্চঘাট, বাদামতলী, শিকদারের বাজার, ধুলিয়াসহ তেঁতুলীয়া পাড়ের বিভিন্ন হাট-বাজারে মাছ কেনায় এমনই ধুম লক্ষ্য করা যায়। 

আজ রাত ১২টা ১ মিনিট থেকে উপকূলীয় নদ-নদীতে শুরু হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। আর এ কারণেই সন্ধ্যা থেকে এসব বাজারের মাছ কেনায় জমেছে প্রচুর মানুষের ভিড়। দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় এক একজন কিনে নিচ্ছেন ৫-১০ কেজি বা তারও বেশি পরিমাণ ইলিশ মাছ। 

স্থানীয় বাসিন্দা আবদুল কুদ্দুস বয়াতি বলেন, ‘৩০ অক্টোবর পর্যন্ত অবরোধ চলবে। তাই কম দর পেয়ে ৬ কেজি ইলিশ মাছ কিনেছি।’ 

কালাইয়া বন্দরের লঞ্চঘাট এলাকার আড়ৎদার বাদল বলেন, ‘মঙ্গলবার জাইল্যারা যে ইলিশ ধরছে, তা ঢাকায় পাঠানো সম্ভব হয় নাই। ওই সব মাছই স্থানীয় বাজারগুলোতে বিক্রির জন্য আনা হইছে। পর্যাপ্ত মাছ থাকনে কম দামে বিক্রি হইতেছে। এক কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হইতেছে ৩-৪ শ’ টাকায়।’ 

তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে দাম আরও কমতে থাকবে বলেও জানান এই আড়ৎদার।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি