ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

ইসলামী ব্যাংক নার্সিং কলেজে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ২৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৪:০০, ২৮ অক্টোবর ২০১৭

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইসলামী ব্যাংক নার্সিং কলেজ, রাজশাহী তাদের জনবল বৃদ্ধির লক্ষ্যে ৮টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের নাম ও পদসংখ্যা :

১) ভাইস প্রিন্সিপাল

যোগ্যতা: মাস্টার্স-ইন-নার্সিং/এমপিএইচ অথবা নর্সিং রিলেটেড বিষয়ে মাস্টার্সসহ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে

২) প্রভাষক

যোগ্যতা: মাস্টার্স ইন নার্সিং বা এমপিএইচ পাস হতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। তবে অভিজ্ঞদের জন্য বয়স শীতিলযোগ্য।

বেতন: আলোচনা সাপেক্ষে

৩) নার্সিং ইন্সট্রাক্টর (ডেমোন্সেট্রেটর)

যোগ্যতা: মাস্টার্স ইন নার্সিং বা বিএসসি ইন নার্সিং পাস হতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। তবে অভিজ্ঞদের জন্য বয়স শীতিলযোগ্য।

বেতন: আলোচনা সাপেক্ষে

৪) ক্লিনিক্যাল টিচার।

যোগ্যতা: বিএসসি ইন নার্সিং অথবা ২ বছরের অভিজ্ঞাতাসহ ডিপ্লোমা ইন নার্সিং পাস হতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। তবে  অভিজ্ঞদের জন্য বয়স শিথিলযোগ্য।

বেতন: আলোচনা সাপেক্ষে

৫) অফিসার গ্রেড -২ (প্রশাসন)

যোগ্যতা: স্নাতকোত্তর পাসসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। তবে অধিক অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩৫ বছর গ্রহণযোগ্য।

বেতন: ১৫,৯৫০ টাকা।

৬) সহকারী অফিসার-১ (হিসাব)।

যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর বা সমমান অথবা ২ বছরের অভিজ্ঞতাসহ বানিজ্য বিভাগে স্নাতক বা সমমান পাস এবং কম্পিউটার জানা থাকতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন: ১৪,১৯০ টাকা।

৭) ইলেকট্রিশিয়ান

যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ কারিগরী শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃত ১ বছর মেয়াদী ইলেকট্রিক্যাল বেসিক কোর্স সম্পন্ন হতে হবে। সাব-স্টেশন, জেনারেটর এয়ারকন্ডিশন ও ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

বেতন: ৯,৪৯০ টাকা।

৮) ড্রাইভার।

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ও হালকা যানবাহনের ড্রাইভার হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

আবেদনের নিয়ম :

আগ্রহী প্রার্থীদের প্রতিটি পদের বিপরীতে ২০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট্ করে ‘ইসলামী ব্যাংক ফাউন্ডেশন’ চলতি হিসাব নং-২০৫০২০৬০১০০২১১১০০, পল্টন শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:-এ (পল্টন শাখা ব্যতীত) জমা দিতে হবে। আবেদন করার সময় অনলাইনে ১৫ সংখ্যার advice নাম্বারও জমা দিতে হবে ।

বি. দ্র: প্রার্থীদেরকে (www.ibfbd.org./career) এ ওয়েবসাইটে প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে।

১ থেকে ৬ নং পদের জন্য ৩য় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

আবেদনের শেষ সময় :

১৫ নভেম্বর, ২০১৭ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি