নুরাল পাগলের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় আটক ১
প্রকাশিত : ১০:৫৯, ৭ অক্টোবর ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলের বাড়িতে হামলা, লুটপাট ও লাশে আগুন দেওয়ার ঘটনায় রিপন রায় (২৯) নামে একজনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।
সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
গ্রেপ্তারকৃত রিপন রায় (২৯) গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ড ক্ষুদিরাম সরকার পাড়ার মৃত দূর্গা রায়ের সন্তান।
প্রেসনোটে জানানো হয়, রিপন রায়ের বাড়ি থেকে দরবার থেকে লুট হওয়া মালামাল কাঠের খাটের চড়াট বা মাচাল ৩টিসহ গতকাল তাকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট নুরাল পাগলের মৃত্যু ও কবরস্থানের স্থাপনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর স্থানীয় ‘ইমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বের করে।
এরপর দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় এবং নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলন করে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
ওই ঘটনায় দরবারের ভক্ত রাসেল মোল্লা নিহত ও শতাধিক মানুষ আহত হন।
এএইচ
আরও পড়ুন