ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ইসিকে হুমকি দিয়ে বেশি সুবিধা নিতে চাচ্ছে বিএনপি : হানিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ২৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৫৪, ২৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

হুমকি দিয়ে নির্বাচন কমিশন থেকে অতিরিক্ত সুবিধা নেওয়ার চেষ্টা করছে বিএনপি বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আজ সোমবার রাজধানীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন বানচাল করতে যড়ষন্ত্র করতে বিএনপি।

হানিফ বলেন, আজকে বিএনপি-জামায়েতকে দিয়ে ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত করার জন্য মানুষকে ধোঁকা দিয়ে যদি তারা ভোট নিয়ে ক্ষমতায় যেতে পারে, তাহলে বাংলাদেশকে আবার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য পিছন দিকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য আজকের এই ঐক্যফ্রন্ট।’


টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি