ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

ইসির সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ৫ নভেম্বর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন। ধারণা করা হচ্ছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে তারা কথা বলবেন।

আজ সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আ স ম আবদুর রবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেন।

ইসির জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধিদলে আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মাহমুদুর রহমান মান্না, সুব্রত চৌধুরী, আবদুল মালেক রতন ও বরকত উল্লাহ বুলু।

এর আগে শনিবার জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে কথা বলে। এ সময় সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না করার আবেদন জানায় জাতীয় ঐক্যফ্রন্ট।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি