ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে: আইজিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৬, ১৭ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:২২, ১৮ আগস্ট ২০১৮

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে। সারাদেশে সড়ক ও মহাসড়কে যানজট মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আজ শুক্রবার বিকেলে আসন্ন কোরবানীর ঈদকে কেন্দ্র করে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল পরিস্থিতি পরিদর্শন শেষে আশুলিয়ার বাইপাইলে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তার সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন,পশুবাহী ট্রাকগুলো যাতে অবাধে গন্তব্যের হাটে যেতে পারে সে জন্য পুলিশ তৎপর রয়েছে।

ঈদে বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা যাতে তাদের ন্যায্য মজুরি পান ও কোন বিশৃঙ্খলার সৃষ্টি যাতে না হয়, সেদিকে নজর দিতে কারখানার মালিকদের প্রতি আহ্বান জানান আইজিপি।

তথ্যসূত্র: বাসস।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি