ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ঈদের পর আজ খুলছে গাজীপুরের শিল্প কারখানা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৬, ৩০ মে ২০২০ | আপডেট: ১২:৩৬, ৩০ মে ২০২০

আজ সকালে সুরক্ষা মেনে কারখানায় প্রবেশ করছেন শ্রমিকরা। ছবি: একুশে টেলিভিশন

আজ সকালে সুরক্ষা মেনে কারখানায় প্রবেশ করছেন শ্রমিকরা। ছবি: একুশে টেলিভিশন

ঈদের ছুটির পর গাজীপুরে অধিকাংশ শিল্প কারখানা আজ থেকে খুলছে। সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সামাজিক দূরত্ব রেখে লাইনে দাঁড়িয়ে কর্মস্থলে প্রবেশ করেছেন। শ্রমিকদের সুরক্ষায় নানা ব্যবস্থা নিয়েছে গাজীপুরে শিল্প কারখানার কর্তৃপক্ষ নিয়েছে।  

শ্রমিকদের মাস্কপড়া, জীবাণুনাশক চেম্বারে শরীর জীবাণুমুক্তকরণ, হাত ধোয়াসহ প্রত্যেক শ্রমিকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে কর্মস্থলে প্রবেশ করতে হচ্ছে শ্রমিকদের। মানা হচ্ছে সামাজিক দূরত্বও।

কর্মরত শ্রমিকরা বলছেন, করোনা ভাইরাস মোকাবেলায় শরীরের তাপমাত্রা মাপা, হাত ধোয়ার প্রয়োজনীয় ব্যবস্থা ও সামাজিক দূরত্বের জন্য মালিকপক্ষ ব্যবস্থা নিয়েছেন। 

জেলা শিল্প পুলিশের দেয়া তথ্য মতে, গাজীপুরে ২ হাজার ৭২টি তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করছেন প্রায় ১৬ লাখ শ্রমিক। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি