ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

উইকিলিকসে নথি ফাঁসকারী চেলসি ম্যানিং এর সাজা কমালেন ওবামা

প্রকাশিত : ১২:০৪, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:০৪, ১৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

উইকিলিকসে নথি ফাঁসকারী চেলসি ম্যানিং এর সাজা কমালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চলতি বছরের ১৭ই মে তে মুক্তি পাচ্ছেন তিনি। কূটনৈতিক নথি ফাঁসের দায়ে ম্যানিং এর ৩৫ বছরের জেল দেয়া হয়েছিল। ২০৪৫ সালে মুক্তি পাবার কথা ছিল ২৯ বছর বয়সী তৃতীয় লিঙ্গভুক্ত ম্যানিং এর।  ২০১০ সালে উইকিলিকস প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক নথি ফাঁস করে। ঘটনাটির সাথে জড়িত ছিলেন চেলসি ম্যানিং। ২০১০ সালে আটক করা হয় তাকে। গেল বছর কারাগারে আত্মহত্যার চেষ্টা চালান ম্যানিং। পুরুষদের কারাগারে বন্দী অবস্থায় অনশন ধর্মঘটও করেন তিনি। পরে তৃতীয় লিঙ্গভূক্ত হিসেবে তাকে গণ্য করা হয়। ম্যানিংয়ের সাজা কমানোর ঘোষনাকে স্বাগত জানিয়েছে তার সহকর্মীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি