ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

উচ্চ মূল্য ও স্বল্প চাহিদায় চীনের শিল্প মুনাফায় মন্দা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৭, ৩০ মার্চ ২০২৩

কোভিডের দীর্ঘমেয়াদী প্রভাব কাটিয়ে ওঠার মুহূর্তে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে ২০২৩ সালের প্রথম দুই মাসে শিল্প প্রতিষ্ঠানগুলোর মুনাফার মন্দা গভীর হয়েছে। একদিকে চাহিদা কম এবং অন্যদিকে একগুঁয়েমিভাবে উচ্চ মূল্যের কারণে শিল্প কারখানাগুলো এই মন্দা দেখেছে বলে রয়টার্স জানিয়েছে।

সোমবার ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস (এনবিএস) এর ডেটা অনুযায়ী, গত বছরের পুরো সময়ের ৪ শতাংশ সংকোচনের পর এই দুই মাসে শিল্প মুনাফা তীব্রভাবে ২২ দশমিক ৯ শতাংশ কমেছে, যা সাধারণভাবে  কারখানাগুলোর জন্য বছরের একটি নিম্নমুখী সূচনা নির্দেশ করে।

এনবিএস ওয়েবসাইটের এক বিবৃতি অনুযায়ী, সংস্থাটির পরিসংখ্যানবিদ সান জিয়াও এই পতনের কারণ হিসেবে শিল্প উত্পাদন বৃদ্ধি সত্ত্বেও এখনও চাহিদা কমের কথা বলছেন। চীনা এভারব্রাইট ব্যাংকের বিশ্লেষক ঝো মাওহুয়া বলেন, এখন আন্তর্জাতিক পণ্যের দাম উচ্চ স্তরে রয়েছে এবং বিদেশি চাহিদা এখনও নিম্নমুখী রয়েছে। শিল্প ও উত্পাদন বিভাগগুলোর এখনও নীতি সহায়তা, ব্যয় ও অর্থায়নের চাপ কমানো এবং দৃঢ় আস্থা তৈরি করতে হবে।

রয়টার্স জানিয়েছে, বিদেশি প্রতিষ্ঠানগুলোর মুনাফা কমেছে ৩৫ দশমিক ৭ শতাংশ এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মুনাফা কমেছে ১৯ দশমিক ৯ শতাংশ। সবমিলিয়ে ৮৮৭ দশমিক ২১ বিলিয়ন ইউয়ান মুনাফা কমেছে।

৪১টি প্রধান শিল্প খাতের মধ্যে ২৮টির মুনাফা হ্রাস পেয়েছে। কম্পিউটার, টেলিযোগাযোগ এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম উত্পাদন শিল্পে সবথেকে বেশি ৭৭ দশমিক ১ শতাংশ মুনাফা কমেছে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি