উত্তরের জনপদে বেড়েছে শীতের তীব্রতা
প্রকাশিত : ১০:২৯, ২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:২৯, ২ ফেব্রুয়ারি ২০১৭
মাঘের শেষ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলসহ উত্তরের জনপদে বেড়েছে শীতের তীব্রতা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ । দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর ও ঠাঁকুরগাঁওয়ের হাসপাতালগুলোতে কোল্ড ডায়রিয়া, শ্বাশকষ্ট, নিউমোনিয়াস বিভিন্ন রোগ নিয়ে ভর্তি হচ্ছে শত শত রোগী।
উত্তরের জেলা গুলোতে গেলো দুদিনে আবারও জেঁকে বসেছে শীত। দিনেও দেখা মেলছেনা সূর্যের। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
গাইবান্ধা শহর ও গ্রামাঞ্চলের নারী শিশু ও বৃদ্ধদের মধ্যে কোল্ড ডায়রিয়া, শ্বাশকষ্ট, নিউমোনিয়া ছড়িয়ে পড়েছে। প্রতিদিন ২০ থেকে ২৫ জন রোগী আসছে হাসপাতালে। যাদের মধ্যে শিশুই বেশী।
শ্বাসকষ্ট, ব্রংকাইটিস, নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়াসহ বিভিন্ন শীতজনিত রোগে আত্র“ান্তদের রোগী বাড়ছে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাটের হাসপাতালগুলোতে। লালমনিরহাটে গেলো ২ দিনে শীত জনিত অসুস্থতা নিয়ে জেলা সদর হাসপাতাল ও ৫টি উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে ভর্তি হয়েছে ১৮০ জন। বর্হি বিভাগে চিকিৎসা নিয়েছে আরো প্রায় ৩শতাধিক।
ঠাকুরগাঁওয়ে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালে শয্যা সংকটের কারণে কনকনে শীতে মেঝেতেই সেবা নিতে হচ্ছে রোগীদের।
প্রাথমিকভাবে, এসময় ছোট শিশুদের মায়ের দুধের পাশাপাশি স্যালাইন দেয়ার কথা জানান চিকিৎসকরা।
আরও পড়ুন