ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

উন্নয়নের জন্য জনগণ আবারও নৌকায় ভোট দেবে: নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৫, ২২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। মানুষ শান্তিতে থাকতে চায়, উন্নয়ন চায়। শান্তি এবং উন্নয়নের জন্য জনগণ আবারও নৌকায় ভোট দেবে। আজ বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে হরিনাথপুর আমিনা মনসুর ডিগ্রি কলেজে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, এ দেশের মানুষ জ্বালাও-পোড়াও রাজনীতি প্রত্যাখান করেছে। যারা জ্বালাও পোড়াও রাজনীতি করে, সেই দলকে মানুষ আর ভোট দেবে না। এর আগে নির্মাণাধীন কাজিপুর উপজেলা পরিষদ, পাঁচ’শ আসন বিশিষ্ট শহীদ এম.মনসুর আলী অডিটোরিয়াম পরিদর্শন শেষে দলীয় কার্যালয়েও নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন আওয়ামী লীগের এই নেতা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি