উন্নয়নের ধারা ধরে রাখতে শেখ হাসিনাকে নির্বাচনে বিজয়ী করতে হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ১২:৩৩, ২৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৩৩, ২৮ জানুয়ারি ২০১৭
দেশে উন্নয়নের ধারা ধরে রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০১৯ সালের নির্বাচনে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ’জন্য স্থানীয় পর্যায়ে দ্বিধাদ্বন্দ্ব ভুলে নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে তৃণমূলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
গত শক্রবার রাতে শ্রীমঙ্গলে উপজেলা আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ’কথা বলেন। জঙ্গি কার্যক্রম রোধে সারাদেশে কাউন্টার টেররিজম ইউনিট করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ’ সময় স্থানীয় নেতারা পর্যটন এলাকা শ্রীমঙ্গলে পুলিশ প্রশাসনের জন্য ২টি গাড়ি ও জনবল বাড়ানোর দাবি জানালে মন্ত্রী তা বাস্তবায়নের আশ্বাস দেন।
আরও পড়ুন