ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

উবার চালক হত্যায় গ্রেফতার ৩

প্রকাশিত : ১১:৪২, ৩০ জুন ২০১৯

রাজধানী ঢাকার উত্তরায় রাইড শেয়ারিং এ প্রাইভেটকার চালককে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রাজধানী ও পাশ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ কমিশনার (উত্তর) মো. মশিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা আরমানকে হত্যায় অংশ নিয়েছিলেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ড্রেন থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। তবে এখনও গ্রেফতারকৃতদের পরিচয় জানা যায়নি।

প্রসঙ্গত, গত ১৩ জুন রাতে রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কে প্রাইভেটকোরের ভিতর থেকে উবার চালক আরমানের লাশ উদ্ধার করে পুলিশ। তাকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন উত্তরা পশ্চিম থানায় নিহতের স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আরমান পাবনার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুরের মৃত আব্দুল হাকিমের ছেলে।

এমএস/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি