ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

উভয় স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন কমেছে

প্রকাশিত : ২০:৩৫, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২০:৩৫, ২৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৯৩টির, আর ২৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ১ হাজার ২৬৯ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ২ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৬১৮ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৫৯টির, আর ১৩টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৭২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি