ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে

প্রকাশিত : ১৮:১২, ১৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১২, ১৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। সোমবারও বেড়েছে সূচক ও লেনদেনের পরিমাণ। আর সূচক বৃদ্ধিতে বেশি অবদান রেখেছে ব্যাংকিং খাতের শেয়ার। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৭০টির, আর ১৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ১ হাজার ৮৫৬ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স প্রায় ৫৫ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৪৭৭ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১২১টির, আর ১৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১০৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি