ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

এ বছর উৎপাদন আগের সব রেকর্ড ভেঙেছে

প্রকাশিত : ১০:৪৭, ১৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৪৭, ১৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চা উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙে এ বছর সবচে বেশি উৎপাদন হয়েছে। তারপরও বাড়েনি রপ্তানি। এজন্য দেশে চায়ের চাহিদা এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়াকেই দায়ী করছেন চা শিল্প সংশ্লিষ্টরা। বাজার সম্প্রসারণ ও রপ্তানির বাড়াতে সরকারের নজরদারী বাড়ানোর দাবি করেছেন তারা। তবে চা শিল্পের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন চা বোর্ডের চেয়ারম্যান। এক কাপ ধোয়া ওড়া চা ছাড়া যেন আড্ডায়ই জমে না। ক্লান্তি দূর করতে অথবা আরাম করে একটু আড্ডা দিতে টি-স্টলে ভিড় লেগেই থাকে। এবার অনুকূল আবহাওয়ার এবং নতুন চা এলাকা সম্প্রসারণের কারণে উৎপাদনে ১৬২ বছরের রেকর্ড ভেঙেছে। তবে কাঙ্খিত রপ্তানি বাড়েনি। অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ায় রপ্তানি কমেছে বলে মনে করছেন চা সংশ্লিষ্টরা। কারো কারো অভিযোগ, কিছু ব্যবসায়ীরা ভারতসহ অন্যান্য দেশ থেকে কম দামে নি¤œমানের চা আমদানি করে ভালো মানের দেশি চায়ের সঙ্গে মিশিয়ে বাজারজাত করছে। বাজার রক্ষায় শুল্ক বাড়ানোর দাবি করেছেন তারা। চায়ের উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি বাড়াতে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান। অর্থনীতির চাকা সচল রাখতে সম্ভাবনাময় এ শিল্প রক্ষায় সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি