ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

এক কাপ কফির দামে ৯০০০ কাপ পেট্রল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ১৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

এক কাপ কফির ৯০০০ কাপ পেট্রল! কি শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার-ই কথা। কারণ লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় তেলের দাম একেবারেই কম। দেশটিতে প্রতি লিটার পেট্রল বিক্রি হয় বাংলাদেশি টাকায় ৬৯ পয়সা।  অথচ দেশটিতে এক কাপ কফির দাম ৪৫ টাকা। এ টাকায় প্রায় ৯০০০ কাপ পেট্রল পাওয়া যায়।

তবে ভেনিজুয়েলা তেলের দাম বাড়ানোর ‍সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার সরকার তেলে ভর্তুকি দেওয়া বন্ধ করে দেবে। তেলের পাচার রোধ করতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি বলেন, দেশের মধ্যে অবশ্যই আন্তর্জাতিক মূল্যে পেট্রল বিক্রি করতে হবে। তেল পাচার রোধ করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া দরকার।

দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে গেছে মারাত্মকভাবে। সে দেশের অর্থনৈতিক পরিস্থিতি চরম ক্রান্তিলগ্ন পার করছে। ফলে তেলের দাম বাড়িয়ে ক্রান্তিকাল থেকে উতরে যাওয়ার পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি।

সূত্র : ডেইলি মেইল।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি