ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

একজনের খালাসের বিরুদ্ধে আপিল করবে পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ২৭ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর হলি আর্টিজান হামলা মামলায় একজনের খালাসের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেছেন, ‘হলি আর্টিজান হামলা মামলার রায়ে আমরা সন্তুষ্ট। সাত আসামি সর্বোচ্চ শাস্তি পেয়েছে। আদালত একজনকে খালাস দিয়েছেন। যিনি খালাস পেয়েছেন, তার বিষয়ে আমরা আপিল করবো।’

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে পুলিশ সদর দফতরে কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘মামলার তদন্তে যে ৮ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছিল তার ভিত্তিতে আদালত ৭ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন। যে আসামি খালাস পেয়েছে, আমরা তার বিরুদ্ধে আপিল করবো।’


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি