ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

একা বা প্রতিবন্ধীরা নয় এভারেস্টে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ৩১ ডিসেম্বর ২০১৭

একা আর ওঠা যাবে না এভারেস্টে। দৃষ্টিহীনেরাও পাবেন না বিশ্বের উচ্চতম শৃঙ্গ জয়ের স্বাদ। এমনকি, চার হাত-পায়ের মধ্যে দু’টি অঙ্গ নেই যাঁদের, তারও আর যেতে পারবেন না এভারেস্ট অভিযানে। দুর্ঘটনা ও মৃত্যু কমাতে এভারেস্ট অভিযানের আগামী মৌসুম থেকেই এই বিধি কার্য।কর করা হচ্ছে। নেপালের মন্ত্রিসভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে। নেপালের মন্ত্রিসভা আশা করছে এই বিধি কার্যাকর হলে পর্বতে মৃত্যু কমবে।
নেপালের সংস্কৃতি, পর্যটন ও বিমানমন্ত্রী মহেশ্বর নেউপানে শনিবার বলেছেন, ‘মৃত্যু কমানো ও পর্বতাভিযানকে আরও নিরাপদ করে তোলার লক্ষ্যে এ সংক্রান্ত বিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। গতকাল রাতে মন্ত্রিসভা এই পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে।’

এতে বলা হয়েছে ৭৬ বছরের বেশি বয়স্ক মানুষ এভারেস্টে চড়তে পারবে না। তবে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা নেপাল সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন।
সূত্র : দ্য গার্ডিয়ান।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি