ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

একাত্তরের মার্চে উত্তাল ছিলো নওগাঁ(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ২৪ মার্চ ২০১৮

একাত্তরের মার্চে উত্তাল ছিলো নওগাঁ। স্বাধীনতা ছিনিয়ে আনতে অস্ত্র হাতে শত্র“র মোকাবেলা করেন জেলার মুক্তিকামী মানুষ। তাদের বীরত্বগাঁথা তুলে ধরে, নানা উদ্যোগ নেয়া হয়েছে। তবে, সম্প্রতি মান্দার প্রসাদপুর চৌরাস্তায় স্থাপিত ভাস্কর্যটি পড়েছে সমালোচনার মুখে। স্থানীয়দের অভিযোগ, মুক্তিযোদ্ধাদের আদলে নির্মিত হয়নি ভাস্কর্যটি। এ’বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি মুক্তিযোদ্ধাদের।
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর চৌরাস্তা মোড়ে, মাসকয়েক আগে নতুন ভাস্কর্যটি স্থাপিত হয় জেলা পরিষদের উদ্যোগে। তবে এর পরেই ব্যাপক সমালোচনার মুখে পড়ে সেটি। স্থানীয় মুক্তিযোদ্ধারা বলছেন, ভাস্কর্যে মুক্তিযুদ্ধের উপস্থাপনে ত্র“টি রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে আনা হয় ভাস্কর্যটি। যাতে দেখা যায়, দু’জন মুক্তিযোদ্ধা অস্ত্র উঁচিয়ে বিজয়োল্লাস করছেন। তবে তাদের পোশাক নিয়েই যত আপত্তি স্থানীয়দের। বলছেন, সামরিক বাহিনীর পোশাক বাংলার মুক্তিযোদ্ধাদের অবয়ব তুলে ধরে না।
ভাস্কর্যের চেহারাতেও নেই বীর বাঙ্গালীর ছাপ উল্লেখ করে, এটি মেনে নিতে পারছেন না মুক্তিযোদ্ধারাও।
জেলা পরিষদ চেয়ারম্যান বলছেন, ভাস্কর্যের নকশায় ভুল থাকতে পারে। অসঙ্গতি ধরা পড়লে অপসারণের উদ্যোগ নেয়া হবে।
ভাস্কর্যটি দ্রুত অপসারণ করে, মুক্তিযুদ্ধের সঠিক স্মৃতিফলক স্থাপনের দাবি স্থানীয়দের।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি