ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

এনআইডি ইসির অধীনে রাখতে আল্টিমেটাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ২৯ নভেম্বর ২০২২

এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর ঠেকাতে দৃঢ় অবস্থানে নির্বাচন কর্মকর্তা কর্মচারীরা। ৪ ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান কোন পদক্ষেপ না নিলে ৮ ডিসেম্বর কলমবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন। আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারি তাদের। তবে রোববারের মধ্যে দাবি বাস্তবায়ন সম্ভব নয় বলছেন ইসি সচিব। 

দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে জড়ো হন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশনের কর্মকর্তা কর্মচারীরা।

জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখা, নির্বাচন কমিশন সচিবালয়ের বিভিন্ন পদে প্রেষণে পদায়ন, ওয়্যার হাউজ ও যানবাহনসহ ইভিএম প্রকল্প বাস্তবায়ন এবং ইসির প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি ইসি কর্মকর্তাদের। দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবের কাছে চিঠি দেয় বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৪ মধ্যে দৃশ্যমান কোন পদক্ষেপ না নিলে ৫ ডিসেম্বর কালো ব্যাচ ধারণ ও ৮ ডিসেম্বর অর্ধবেলা কলমবিরতি পালন করবে কর্মকর্তা কর্মচারী। পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। যদিও দাবির প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেনি ইসির কর্মকর্তারা।

চিঠির দাবির বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি পূরণ করা সম্ভব নয়। যৌক্তিক বিষয়গুলো সংশ্লিষ্ট স্থানে অবহিত করা হবে।

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, "এনআইডির বিষয়টি একটি সরকারি সিদ্ধান্ত, যেটা আপনারা ইতোমধ্যেই জেনেছেন। সরকারি সিদ্ধান্ত, সরকার যেটা বাস্তবায়ন করবে সেটাই আমাদের বাস্তবায়ন করতে হবে। জনবল কাঠামো, অর্থমন্ত্রণালয় হয়ে আসতে হবে। ইভিএমএর বিষয়টি একনেকে অনুমোদন হয়ে আসতে হবে। সুতরাং এটা রোববারের কিভাবে সম্ভব কিংবা সম্ভব না সেটা আপনাদের কাছেই প্রশ্ন রইল। " 

এনআইডি হস্তান্তর বিষয়টি সরকারি সিদ্ধান্ত; যত দ্রুত সম্ভব নিষ্পত্তি চায় ইসি।

এসবি/ 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি