ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

এবার এসিডবিরোধী যুদ্ধে কমিক চরিত্র

প্রকাশিত : ১৪:০৮, ৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:০৮, ৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

এবার ভিন্নধর্মী কমিক চরিত্র- প্রিয়া শামিল এসিডবিরোধী যুদ্ধে। নারীর প্রতি সহিংসতা দূর করতে বিশ্ববাসীকে সচেতন করাই ভারতীয় এ কমিক চরিত্রের মূল লক্ষ্য। এসিড সন্ত্রাসীদের উচিত শিক্ষা দেয়ার পাশাপাশি দগ্ধদের ভেতরে সৌন্দর্য্য তুলে ধরে, সে তার ভালোবাসার আয়নায়। নতুন এ কমিক চরিত্রের মধ্য দিয়ে তরুণদের সামাজিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রিয়া, ভারতের সুপার হিরো- কার্টুন চরিত্র। যেখানেই নারীরা সংঘবদ্ধ ধর্ষণ কিংবা নিপীড়নের  শিকার, দেবদূতের মতো বাঘের পিঠে চড়ে সেখানেই হাজির সে। ভারতে অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে এবার যুদ্ধে নেমেছে প্রিয়া। ‘প্রিয়া’স মিরর’ নামে কমিকে এবার তাকে দেখা যাচ্ছে বিশ্বব্যাপী অ্যাসিড সন্ত্রাসীদের বিরুদ্ধে মূর্তিয়মান আতঙ্ক হিসেবে। আর অ্যাসিড দগ্ধদের জন্য সে হাজির হয় ভালোবাসার আয়না নিয়ে। অ্যাসিডে ঝলসে যাওয়ার ভয়ংকর চেহারার বিপরীতে তুলে ধরে ভেতরের সৌন্দর্য, স্বকীয়তা। এই কমিক চরিত্রের স্রষ্টা ইন্ডিয়ান-অ্যামেরিকান চলচ্চিত্র নির্মাতা রাম দেবিনেনি। নারীর প্রতি এ ধরনের সহিংসতা দূর করা এবং মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে একে বড় মাধ্যম হিসেবে মনে করছেন তিনি। ২০১২ সালে দিল্লির বাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা পুরো বিশ্বে আলোচিত হওয়ার পেছনে রয়েছে প্রিয়া কমিক বই ও তার অনুপ্রেরণা। এরপরই ভারত সরকার এসিড সন্ত্রাস দমন ও লিঙ্গ বৈষম্য দূর করতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড অন্তর্ভূক্ত করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি