ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

এবার ফেসবুকে চাকমা ভাষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ১৮ আগস্ট ২০১৯

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার বাংলাদেশি ভাষা হিসেবে বাংলার পাশাপাশি চাকমা ভাষা যুক্ত করা হলো। এর আগে এই প্লাটফর্মে বাংলাদেশ থেকে বাংলা ছাড়া অন্য কোনও ভাষা যুক্ত হয়নি।

বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ মিলিয়ে অন্তত ১০ থেকে ১৫ লাখ চাকমা ফেসবুক ব্যবহারকারী রয়েছে। তাই ফেসবুকে চাকমা ভাষা যুক্ত করার জন্য প্রায় এক যুগ ধরে কাজ করছেন জ্যোতি চাকমা ও তার সহকারী হিসেবে আছেন বিভুতি চাকমা। আর গত ১ আগস্ট অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য চাকমা কি বোর্ড সহযোজন করে গুগল।

এজন্য ফেসবুক সেটিংস থেকে চাকমা অঞ্চল ফরম্যাট সেট করে নেওয়া যাবে। সেটিংস অপশনে ‘ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন’ অপশনে এটি পাওয়া যাবে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি