ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

এমিল উইলিয়াম হেস্কির জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:৩৩, ১১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৩৩, ১১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

এমিল উইলিয়াম হেস্কি। ইংল্যান্ডের সাবেক ফুটবলার। খুব অল্প সময়ে দারুন নৈপূন্য দেখিয়ে জায়গা করে নিয়েছে সমর্থকদের মনে। ১৯৭৮ সালে ১১ই জানুয়ারি ইংল্যান্ডের লেস্টার সিটিতে জন্মগ্রহন করেন তিনি। পুরো নাম এমিল উইলিয়াম হেস্কি। তবে, সবার কাছে হেস্কি নামেই বেশি পরিচিত এই ইংল্যান্ড ফুটবল তারকা। ১৯৮৭ সালে লেস্টার সিটি ক্লাবের হয়ে প্রথম খেলা শুরু করেন তিনি। খেলেন সাত মৌসুম। ভালো খেলায় ম্যানেজারের নজর কাড়লে ডাক পান বয়সভিত্তিক দলে। ১৯৯৪ সালে নতুন করে যোগ দেন লেস্টার সিটি ক্লাবের মূল দলে। ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত খেলেন এই ক্লাবের জার্সি গায়ে। আর ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ খেলেন এই ক্লাবের হয়েই। ১৫৪ ম্যাচে গোল করেন ৪০টি। ক্যারিয়ারে ভালো খেলায় সুযোগ পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০০০ সালে চলে যান লিভারপুলে। খেলেন চার মৌসুম। ২০০৪ সাল পর্যন্ত ১৫০টি ম্যাচে মাঠে নামেন এই ইংলিশ স্ট্রাইকার। ২০০৪ সালে নতুন করে চুক্তিবন্ধ হন ব্রার্মিংহাম সিটিতে। এরপর খেলেন উইগান আথলেটিক অ্যাস্টন ভিলা ও নিউক্যাসেল জেটস ক্লাবে। আর ২০১৬ সাল থেকে বোল্টন ওয়ান্ডারার্স ক্লাবের হয়েই অবসরে যান তিনি। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সি গায়েও মাঠ মাতিয়েছে এই দক্ষ ফুটবলার। খেলেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬, ১৮, ২১ ও ইংল্যান্ড বি দলে। ১৯৯৯ থেকে ২০১০ সাল পর্যন্ত খেলেন ইংল্যান্ড জাতীয় দলে। জাতীয় দলের হয়ে ১১ মৌসুমে মাঠে নামেন ৬২ টি ম্যাচে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি