ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

এরশাদ অসুস্থ হয়েই সিএমএইচে আছেন: রাঙ্গা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৮, ৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাপার নবনিযুক্ত মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, মহাজোটের প্রার্থিতা নিশ্চিত হওয়ার পরই চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ৯ ডিসেম্বরের মধ্যেই মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এরপরই দেশের বাইরে যাবেন এরশাদ। আজ মঙ্গলবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

মশিউর রহমান রাঙ্গা আরও বলেন, দলের চেয়ারম্যান অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি আছেন। সবাই মনোনয়ন চান। একটা চাপতো থাকেই। তিনিও (এরশাদ) খুব বিব্রতকর অবস্থায় পড়েছিলেন। শরীরেও ইনফেকশন আছে। সবকিছু বিবেচনা করে চাপ এড়াতেই তিনি সিএমএইচে গিয়েছিলেন, এখনো মাঝেমধ্যে সেখানে গিয়ে থাকছেন।

জাপা মহাসচিব বলেন, স্যার হেঁটে আমার কাছে এসেছেন, সব স্বাভাবিক। সোমবার রাত ১টার দিকে তিনি সিএমএইচে গেছেন। তার আগে বাসাতেই ছিলেন বলে তিনি জানান।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি