ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো প্রধান বিচারপতির বাসভবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ১৮ ডিসেম্বর ২০২৩

১৯নং হেয়ার রোডের শ্বেতশুভ্র বাড়িটি বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবন। রোববার বিকালে এ বাড়িটি সাক্ষী হলো ঐতিহাসিক এক মুহূর্তের। 

বর্তমানে এ বাড়িতে বসবাস করেন বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি রোববার একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন। সাবেক প্রধান বিচারপতিগণ, যারা এ বাড়িতে একসময় বসবাস করতেন তাদেরকে নিয়ে এই বাড়িতে তাদের স্মৃতিকে স্থায়ীরূপে ধারণ করতে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেন বর্তমান প্রধান বিচারপতি। 

বাংলাদের বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল, কে এম হাসান, সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, মো. রুহুল আমিন, মো. তফাজ্জাল ইসলাম, মোহাম্মদ ফজলুল করিম, এ বি এম খায়রুল হক, মো. মোজাম্মেল হোসেন, সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী প্রত্যেকে বিভিন্ন প্রজাতির একটি করে আম গাছ রোপণ করেন। 

এর পূর্বে ঐতিহাসিক এই বাড়িরের সম্মুখভাবে বাড়ির ইতিহাস সম্বলিত বাংলা ও ইংরেজি ভাষায় রচিত দুটি প্রস্তরফলক উন্মোচন করা হয়। পরবর্তীতে এই ঐতিহাসিক মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে সকলে এক ফ্রেমে ক্যামেরাবন্দী হন। 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপীল বিভাগের বিচারপতি, বাংলাদেশের এটর্নি জেনারেল, সুপ্রীম কোর্ট বারের সভাপতি, ড. কামাল হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারসহ একাধিক প্রবীণ আইনজীবী। 

বাংলাদেশের প্রধান বিচারপতির এই অনন্য উদ্যোগের জন্য সকলে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি