ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ঐতিহ্যের ধারক দুর্লভ সব মুদ্রা সংগ্রহ করছেন খাগড়াছড়ির নাঈম

প্রকাশিত : ১২:১২, ২৮ জুন ২০১৬ | আপডেট: ১২:১২, ২৮ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ঐতিহ্যের ধারক দুর্লভ সব মুদ্রা সংগ্রহ করছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার সৌখিন মুদ্রা সংগ্রহকারী নাঈম আল্ তাহ্সীন ফাহাদ। নয় বছর ধরে সংগ্রহ করেছেন বিভিন্ন দেশের প্রচলিত-অপ্রচলিত তিন হাজারেরও বেশি কাগুজে ও ধাতব মুদ্রা। তার সংগ্রহের ঝুলিতে আছে বিভিন্ন সময়ের অসংখ্য স্ট্যাম্প। ভবিষ্যতে সংগ্রহশালা প্রতিষ্ঠা করার ইচ্ছা তার। কি নেই এখানে? সুলতানী আমল থেকে শুরু পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশের অনেক বিলুপ্ত মুদ্রা। রয়েছে আমেরিকার ১ মিলিয়ন ডলার আর জিম্বুাবুইয়ান ডলারের রেপ্লিকা। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মুদ্রাসহ অসংখ্য স্ট্যাম্পও আছে ভান্ডারে। খাগড়াছড়ির চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা ফাহাদ চট্টগ্রাম ইন্সটিটিউট অব বিজনেস স্টাডিস কলেজের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মুদ্র্রা সংগ্রহ করাই তার নেশা। অষ্টম শ্রেণীতে পড়ার সময় থেকে মুদ্রা সংগ্রহ শুরু করেন। নয় বছরে গড়েছেন দুর্লভ সব মুদ্রার বিশাল সংগ্রহশালা। মুদ্রা সংগ্রহ করতে গিয়ে ফাহাদের সঙ্গে বন্ধুত্ব হয় প্রায় ৬০টি দেশের নাগরিকদের। ভিনদেশী বন্ধুরাই তাকে মুদ্রার যোগান দেয়। শুরুর দিকে এ বিষয়ে বাবা-মায়ের আপত্তি থাকলেও এখন উৎসাহ কিংবা সহযোগিতার কমতি নেই তাদের। ভবিষ্যতে ফাহাদ গড়ে তুলতে চায় একটি সংগ্রহশালা। উন্মুক্ত করতে চায় আগামী প্রজন্মের জন্য জ্ঞানের সোপান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি