ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

ঐশীর যাবজ্জীবন কারাদন্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ৫ জুন ২০১৭ | আপডেট: ১৫:২৩, ৫ জুন ২০১৭

রাজধানীর মালিবাগে পুলিশ দম্পতি মাহফুজুর রহমান ও স্বপ্না রহমান হত্যা মামলায় তাঁদের সন্তান ঐশী রহমানের মৃত্যুদন্ডের সাজার পরিমান কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে হাইকোর্ট। মাদকাসক্তি, বয়স, আত্মসমর্পন করা-সহ ৫টি কারন বিবেচনায় এ আদেশ দেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ।
২০১৩ সালের ১৬ আগস্ট মালিবাগের বাসা থেকে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরদিন মাহফুজের ভাই মশিউর রহমান এ ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করেন। ওই মামলায় ২০১৫ সালের ১২ নভেম্বর ঢাকার দ্রত বিচার ট্রাইব্যুনাল ঐশিকে মৃত্যুদন্ডের রায় দেন।
ওই বছরের ৬ ডিসেম্বর খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন ঐশী। হাইকোর্ট শুনানীতে এক পর্যায়ে মানসিক অবস্থা জানতে ১৫ মিনিট কথা বলেন ঐশির সঙ্গে। পরে ঐশীর আপিল ও ডেথ রেফারেন্সের শুনানী শেষে মৃত্যুদন্ডের সাজার পরিমান কমিয়ে যাবজ্জীবন দেন হাইকোর্ট।
রায়ে ঘটনার আগে ও পরে ঐশির মানসিক অবস্থা, মাদকাসক্তি, আত্মীয় স্বজনের মানসিক সমস্যা বিবেচনায় নিয়েছেন আদালত।
আদালত পর্যবেক্ষনে ঐশীর অতীত সময়, বাবা-মায়ের সান্নিধ্য না পাওয়া ও বয়স নিয়েও মন্তব্য করেন।
এদিকে মানসিকভাবে অসুস্থ্য উল্লেখ করে ঐশীর সাজার পরিমান আরো কমার প্রত্যাশা করেছিলেন তার আইনজীবী।
এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তিনি।

 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি