ওবামার বিদায়ী ভাষণ
প্রকাশিত : ১৪:৫০, ১১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৫০, ১১ জানুয়ারি ২০১৭
বিদায়ী ভাষণে গণতন্ত্র রক্ষায় মার্কিনীদের প্রতি আহ্বান জানিয়েছেন বারাক ওবামা। শিকাগোতে হাজারো সমর্থকের সামনে বিদায়ী ভাষণে ওবামা বলেন, প্রায় সব দিক থেকে যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি শক্তিশালী। গণতন্ত্রের হুমকির বিষয়ে সবাইকে সতর্ক করেন দেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। আবেগাল্পুত ভাষণে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে মার্কিন গণতন্ত্রের এক বিশেষ দিক বলে অভিহিত করেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার, রাত ৮টা। প্রচন্ড শীতের মধ্যে শিকাগোতে বিদায়ী প্রেসিডেন্টের ভাষণ শুনকে হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ। উপস্থিত ছিলেন রানিংমেট জো বাইডেন ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। ভাষণ দিতে গিয়ে মাঝে মাঝেই আবেগাল্পুত হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
বিদায়ী ভাষণে মার্কিন গণতন্ত্র ও অর্থনীতির নানা দিক উঠে আসে। শান্তিপূর্ণভাবে এক ক্ষমতার হস্তান্তরকে মার্কিন গণতন্ত্রের বিশেষ বলে উল্লেখ করেন তিনি। ভাষণে তার শাসনামলে সাফল্যের কথা তুলে ধরেন ওবামা।
একে-অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে জনগণের প্রতি অনুরোধ জানান। তার মতে আমেরিকাবাসী একে-অপরের প্রতি মনোযোগ দিলেই বিশ্বে তাদের শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন থাকবে।
অর্থনৈতিক বৈষম্য, বর্ণবাদ এবং সমাজের বিভিন্ন স্থরের বিভক্তিকে গণতন্ত্রের জন্য হুমকি বলে চিহ্নিত করেন তিনি। সব হুমকি মোকাবেলা করে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান বিদায়ী প্রেসিডেন্ট।
আশা ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট বারাক ওবামা স্মরণীয় আটটি বছরের জনগণকে ধন্যবাদ জানান।
ভাষণে অভিবাসীদের গুরুত্ব দিতেও অনুরোধ জানান বারাক ওবামা।
আরও পড়ুন