ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ওয়ার্কার্স পার্টির নির্বাচনি ইশতেহার ২৯ নভেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ২১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ২৯ নভেম্বর (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওই দিন সকাল ১১টায় পার্টির কার্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে ওয়ার্কার্স পার্টি তাদের নির্বাচনি ইশতেহার তুলে ধরবে।

বুধবার (২১ নভেম্বর) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, সংবাদ সম্মেলনে পার্টির সভাপতি ও ওয়ার্কার্স পার্টির নির্বাচন কমিটির চেয়ারম্যান রাশেদ খান মেননের সভাপতিত্বে পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা লিখিত ইশতেহারটি উপস্থাপন করবেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি