ওয়াসার এমডির বাড়তি দায়িত্ব পেলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক
প্রকাশিত : ২০:৫৬, ১৮ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়াকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও দেওয়া হয়েছে। প্রশাসকের দায়িত্বের পাশাপাশি তিনি অতিরিক্ত হিসেবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলনের মধ্যে রোববার স্থানীয় সরকার বিভাগের এ সিদ্ধান্ত এল।
এদিন বিকালে স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে বাড়তি এ দায়িত্ব দেওয়া হয়। শাহজাহান মিয়া ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মুহা. মনিরুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন। প্রশাসন ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা শাহজাহান মিয়াকে এ বছরের ১৩ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ করে সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্যসব সিটি করপোরেশনের মত ১৯ অগাস্ট ঢাকা দক্ষিণ সিটির মেয়রকে সরিয়ে প্রশাসক নিয়োগ দেয় সরকার।
সেই থেকে প্রশাসক দায়িত্ব পালন করার মধ্যে গত ২৭ মার্চ আদালত ২০২০ সালের ১ ফেব্রুয়ারির ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে পরাজিত বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালত। পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে মেয়র হিসেবে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রকাশ্যে নেই তাপস। আদালতের রায়ের পর অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে ২৭ এপ্রিল মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
তবে শপথের আয়োজন এখনো হয়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ইশরাকের সমর্থক আন্দোলনকারীরা। গত বুধবার ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবন প্রাঙ্গণে বিক্ষোভ করে কয়েকশ মানুষ। এ দাবিতে বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণাও দেওয়া হয় সেদিন। এরপর থেকে চার দিন ধরে নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন গেইট অবরুদ্ধ করে রেখে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। সোমবার তারা ‘ব্লকেড’ কর্মসূচি দিয়েছেন।
এমন অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের করা মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল না করার বিষয়ে কোনো আইনি জটিলতা আছে কি না, তা জানতে চেয়ে বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগে চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ।
আইন ও বিচার বিভাগের সচিবের কাছে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মাহবুবা আইরিনের পাঠানো চিঠিতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ধারা ৬ অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণে কোনো আইনি জটিলতা আছে কি না, সে বিষয়ে মতামত চাওয়া হয়।
এসএস//
আরও পড়ুন