ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

কবি সুকান্তের ৭৩তম প্রয়াণ দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ১৩ মে ২০২০

তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৩তম প্রয়াণ দিবস আজ। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। 

১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় মামাবাড়িতে জন্ম নেওয়া এ কবির বাবার বাড়ি ফরিদপুরের কোটালীপাড়ায় (বর্তমানে গোপালগঞ্জ)। মাত্র ৯ বছর বয়সে তার কাব্য পরিচয় পাওয়া যায়। কিশোর বয়সেই সাম্যবাদের দিকে ঝুঁকে পড়েন এবং ভারতের কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য হন তিনি। ১৯৪৩ সালে দুর্ভিক্ষের সময় কবি সুকান্ত ধনী ও পুঁজিবাদের হৃদয়হীনতার বিরুদ্ধে কিশোর বাহিনী গড়ে তুলেছিলেন। ছড়ার কবি হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেছিলেন।

মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী ও প্রগতিশীল চেতনার অধিকারী এ কবির মৃত্যুবার্ষিকী করোনা ভাইরাসের কারণে এ বছর বড় পরিসরে পালন হবে না বলে জানিয়েছেন সুকান্ত স্মৃতি সংসদের সভাপতি আয়নাল হোসেন শেখ। তবে আজ সকালে স্বাস্থ্যবিধি মেনে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি