ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কবুতর পালন করে অনেকেই স্বাবলম্বী

প্রকাশিত : ১৫:১৫, ২৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১৫, ২৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীতে শখের বশে কবুতর পালন করে <বস>অনেকেই হয়েছেন স্বাবলম্বী। বাড়তি আয়ের মাধ্যমে পরিবারের অভাব-অনটন <বস>ঘুচিয়েছেন অনেক গৃহিনী। বাসাবাড়ির ছাদ, চিলেকোঠা এবং বারান্দায় দেশি-বিদেশী জাতের কবুতর পালন এই সাফল্য এনে দিয়েছে তাদের। এভাবে ডানা মেলে আকাশে শুধু কবুতরই নয়, যেন উড়ছে অনেকের স্বপ্ন।<বস> বাকবাকুম শব্দে মুখরিত চারদিক। বাসার সিঁড়িঘর, বারান্দা অথবা ছাদে অনায়াসেই পালন করা যায় কবুতর। শখ থেকে ত্রিশ বছর আগে কবুতর পালন শুরু করেন রবিন। পাঙ্খী, লাল চিলা, গররা ও কালদমসহ নানা জাতের কবুতর পুষে নিজের ও পরিবারে আর্থিক স্বচ্ছলতা এনেছেন তিনি। ছেলের সাফল্যের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত মা। কবুতর পালন করে বেকারত্ব ঘুচিয়েছে অনেক যুবক। রসুল মিয়ার মতোই দুই ছেলেও বাকপ্রতিবন্ধী। বাড়ির ছাদে কবুতর পালন করেন তারা। আর নিচে দোকানে বিক্রি করেন কবুতরের খাবার। কবুতর বদলে দিয়েছে তাদের ভাগ্য। পড়াশোনা বা চাকরির পাশাপাশি কবুতর পালন হতে পারে বাড়তি আয়ের উৎস।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি