ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

কমছে করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় শনাক্ত ৮ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ২৩ ডিসেম্বর ২০২২

দেশে গত এক দিনে আরও ৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এই সময়ে মৃত্যু হয়নি কারও।

এ নিয়ে টানা ছয় দিন দেশে কোভিড আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। সবশেষ গত ১৭ ডিসেম্বর কোভিড আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৮টি নমুনা পরীক্ষা করে এই ৮ জন নতুন রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার কমে হয়েছে ০ দশমিক ৩৭ শতাংশ। আগেরদিন এই হার ছিল ০ দশমিক ৬২ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ১১ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৩৮ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৬৮ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৭ হাজার ১৫৮ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৩ জন ঢাকার বাসিন্দা। এছাড়া ফেনী জেলায় ৪ জন এবং পাবনায় ১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি ৬১ জেলায় নতুন করে কারও কোভিড শনাক্ত হয়নি।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি