ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

করোনায় একদিনে ৩ চিকিৎসকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ৪ জুন ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার (৩ জুন) তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) হিসেবে এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৫ জন চিকিৎসক মারা গেলেন।

নতুন তিনজন হলেন- বারডেমের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দীন, ডিজি হেলথের অবসরপ্রাপ্ত ইভালুয়াটার অফিসার ডা. এ কে এম ওয়াহিদুল হক ও চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং মেডিসিন বিভাগের প্রধান ডা. এহসানুল করিম।

বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম এবং চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিস (এফডিএসআর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিস সূত্রে জানা যায়, ইব্রাহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দীন করোনা আক্রান্ত হয়ে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এদিকে মঙ্গলবার (২ জুন) শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডে ভর্তি হন ডা. এ কে এম ওয়াহিদুল হক। পরে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, বুধবার দুপুরে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং মেডিসিন বিভাগের প্রধান ডা. এহসানুল করিম ।

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, শরীরে করোনার উপস্থিতি পাওয়ার পর চমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার সকালে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে তার মৃত্যু হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি