ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

করোনা নিয়ে এবার সুসংবাদ দিলো ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ২২ মার্চ ২০২০

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত গোটা বিশ্ব। তবে আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে এ প্রাদুর্ভাব কমে যাবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। শনিবার (২১ মার্চ) দেশটির জাতীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ কথা বলেন তিনি। খবর আল-জাজিরার।
 
রুহানি বলেন, করোনার প্রাদুর্ভাব দমনে আমাদের সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। আশা করছি, দুই-তিন সপ্তাহের মধ্যে এ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা যাবে। 

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনাভাইরাস সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইরানে। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫৬ জনের। সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৬১০ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৩৫ জন। সর্বোচ্চ মৃতের তালিকায় ইতালি ও চীনের পরেই ইরানের অবস্থান। 

এদিকে, ভাইরাসের সংক্রমণ মোকাবেলার পাশাপাশি দেশের অর্থনৈতিক বিষয়টিও খেয়াল রাখতে হচ্ছে। এ বিষয়ে আল-জাজিরা বলছে, ইরান সরকার একসঙ্গে দুই সংকট মোকাবেলা করছে। ভাইরাসের কারণে দেশটিতে অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে মারা গেছে। সংক্রমিত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও অনেকে। সরকার ভাইরাসের প্রাদুর্ভাব দমনসহ অর্থনীতির সংকটাবস্থাও মোকাবেলা করছে। যাতে দেশটিতে সৃষ্টি হয়েছে এক অচলাবস্থার। তবে তারা সবকিছুতে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা অব্যাহত রেখেছে।

এ বিষয়ে হাসান রুহানি বলেন, ইরান এমন একটি দেশ যা গত কয়েক মাসে একের পর এক সংকট মোকাবেলা করেছে। দেশবাসী এ নিয়ে সরকারের ওপর ধৈর্য্যও হারিয়ে বসেছে। করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় ইরান প্রয়োজনীয় সরঞ্জামাদি পাচ্ছে না। এর কারণ আমাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। যার কারণে আমরা মেডিকেল কিট ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি পাচ্ছি না। পরিস্থিতি সামাল দিতে আমাদের বেগ পেতে হচ্ছে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি