ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

করোনা নিয়ে গুজব ছড়াবেন না: দীপু মনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ১১ মার্চ ২০২০ | আপডেট: ২৩:২৭, ১৫ মার্চ ২০২০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি- পুরোনো ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি- পুরোনো ছবি

করোনা ভাইরাসের বিষয়ে আতঙ্কিত না হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘আমাদের দেশে আমরা সবাই ডাক্তারি করি। আমি অনুরোধ করবো, সবার ডাক্তারি করার দরকার নেই। আর কেউ গুজব ছড়াবেন না। গুজবে কান দেবেন না’। 

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নারী দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে একটি যোগ্য প্রতিষ্ঠান আইইডিসিআর রয়েছে। সেখানে বিশেষজ্ঞরা প্রতিদিন ব্রিফিং করছেন। তারা বাংলাদেশ ও বিশ্বপরিস্থিতি তুলে ধরছেন প্রতিদিন। তারা বলে দিচ্ছেন- আমাদের কী কী করণীয়। তাই তাদের পরামর্শ অনুযায়ী নিজেদের এই বিপদ থেকে বাঁচার চেষ্টা করি।’

নারীর অধিকার প্রশ্নে ডা. দীপু মনি বলেন, ‘আমি যখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাই, তখন শুধু নারী হওয়ার কারণে আমার বয়স নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমার বয়স তখন চল্লিশের কোটায়, আমার চেয়ে কম বয়সী পুরুষ পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন আমার আগে। তা নিয়ে প্রশ্ন ওঠেনি। তবে নারীদের উন্নয়নের একটি ভরসার জায়গা বাংলাদেশে রয়েছে। সরকারি চাকরিতে রয়েছেন ২০ শতাংশের বেশি নারী। আওয়ামী লীগে নারী প্রায় ২৬ শতাংশ। আর কোনও রাজনৈতিক দলে এই সংখ্যক নারী নেই।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্বৃত করে দীপু মনি বলেন, ‘বঙ্গবন্ধুর সুরে বলতে চাই, নারীদের কেউ দাবায়ে রাখতে পারবে না। তবে নারীর অধিকার শুধু নারীর অধিকার হিসেবে নয়, মানবাধিকার এবং নারীর অধিকার একইভাবে দেখতে হবে। নারী ও পুরুষ একসঙ্গে কাজ করলে নারী-পুরুষের অধিকার প্রতিষ্ঠা হবে, মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে। ’

নাদিরা কিরনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাসিমা খান মন্টি, ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সহ-সভাপতি নজরুল কবির, সাবেক সহ-সভাপতি মাহমুদা চৌধুরী ও ডি-ক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি প্রমুখ। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি