ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

করোনা যুদ্ধে আতঙ্ক নয়, বলছেন বিজয়ীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ২৬ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাসে বিশ্বে লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। কিন্তু বেশিরভাগ মানুষই সুস্থ হয়ে উঠছেন। ভারতে এর মাঝে অনেকেই আক্রান্ত হয়েছে। তবে শনিবার এক নার্সসহ আরও দু’জন করোনাকে পরাস্ত করে দমদমের একটি বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। তাঁদের মধ্যে এক মহিলা টালিগঞ্জের বাসিন্দা। অন্য জন খড়দহের বাসিন্দা এক ব্যবসায়ী। ওই মহিলা ইতালি থেকে ফিরে করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন।

পঞ্চাশোর্ধ্ব ওই দু’জনেই বাড়ি ফেরার পর থেকে হাসপাতালের নির্দেশে ঘরে পর্যবেক্ষণে রয়েছেন। দু’জনেই হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, করোনা মানেই যে মৃত্যু নয়, সেটা প্রমাণিত হল। জানিয়েছে আনন্দবাজার

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মহিলা রোগী ও ওই ব্যবসায়ীর লালারস পরীক্ষা করে ১৪ এপ্রিল দু’জনের রিপোর্টেই করোনা পজ়িটিভ ধরা পড়ে। তার পর থেকে দু’জনকেই বিশেষ পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলে। ২০ এবং ২৩ এপ্রিল পরপর দু’বার পরীক্ষা করে দু’জনেরই করোনা সংক্রমণ নেই বলে জানা যায়। এর পরে এ দিন তাঁরা দু’জন হাসপাতাল থেকে ছাড়া পান।

এ দিন হাসপাতাল থেকে বাড়ি ফেরার আগে ফোনে ওই ব্যবসায়ী বলেন, “খড়দহে নিয়মিত বাজার করতাম। মার্চের গোড়া থেকে খুসখুসে কাশি ছিল। দ্বিতীয় সপ্তাহের শেষে হাল্কা জ্বর আসে। হাসপাতালে ভর্তি হই। আমার পেসমেকার রয়েছে। তবে অন্য সব দিক থেকে সুস্থই ছিলাম। সরকারের নির্দেশ মতো সামাজিক দূরত্ব বজায় রেখে, যতটা সম্ভব বাড়িতে থেকে, মাস্ক ব্যবহার করলে পরাস্ত করা যাবে এই রোগকে। আর উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে।”

হাসপাতালের সিইও, চিকিৎসক নিবেদিতা চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা বেশ কয়েকটি কোভিড রোগীর চিকিৎসা করলাম। সুস্থ হয়ে ওঠা তিন জনই তথ্য গোপন না করে সহযোগিতা করেছেন। এটাই প্রয়োজন।’  তিনি জানান, চারটি আইসোলেশন ঘরে টানা ১৪ দিন চিকিৎসক ও একই সেবিকা দল পিপিই-সহ সমস্ত সতর্কতা নিয়ে অসুস্থদের চিকিৎসা করেন। 

ওই হাসপাতালের ডাক্তারেরা জানাচ্ছেন, জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট ছাড়াও এখন যেহেতু খাবারে অরুচি, ডায়রিয়া, মাথা বা শরীরে ব্যথার উপসর্গও করোনার সংক্রমণের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সে জন্য চিকিৎসকের কাছে কোনও তথ্যই গোপন করা যাবে না। 

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি